ইন্সট্রাক্টর এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের কমিটি গঠিত

Passenger Voice    |    ১১:১০ এএম, ২০২২-১১-১৪


ইন্সট্রাক্টর এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের কমিটি গঠিত

আকতার হোসেনঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর নিবন্ধিত মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টরদের নিয়ে গঠিত মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের কমিটি গঠন করা হয়েছে। প্রস্তাবিত মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির আয়োজনে শনিবার (১২ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের দক্ষিণ আমান বাজারস্থ এসএম মোটর ড্রাইভিং স্কুলের হলরুমে মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) প্রদীপ কুমার দেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর নবী শিমু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলী আহমেদ, স্পেশাল ট্রেনিং অফ ট্রেইনার'র সিনিয়র প্রশিক্ষক কাজী আতাহিয়া, মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শাহিন হোসেন মোল্লা, বাংলাদেশ যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক শামসুদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ড্রাইভার্স টেকনিক্যাল কোম্পানি লিমিটেড এর পরিচালক ও দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম। এরপর স্পেশাল ট্রেনিং অব ট্রেইনার-২২ এর কর্মসূচি হিসেবে চট্টগ্রাম বিভাগের মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টরদেরকে স্পেশাল ট্রেনিং করান স্পেশাল ট্রেনিং অফ ট্রেইনার'র সিনিয়র প্রশিক্ষক কাজী আতাহিয়া।

মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্যদের সমন্বয়ে উপস্থিত চট্টগ্রাম বিভাগের সকল ইন্সট্রাক্টরদের সম্মতিক্রমে ২০২২-২৪ বছরের জন্য ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, নুরুল আমিন, খন্দকার কামরুল ইসলাম টিপু, জারশেদ খাঁন, নির্মল চন্দ্র ভৌমিক, জাহাঙ্গীর আলম, মুমিনুল ইসলাম, আবুল বাশার, মোঃ আলম, মোঃ নুর নবী শিমু। 

নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সভাপতি মোঃ সাহিদুল ইসলাম, সহ-সভাপতি এনামুল হক, আবু সাঈদ, নাসির উদ্দিন, কার্যকরী সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম, শরীফুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, শরিফুল ওয়াহিদ, অর্থ সম্পাদক মোঃ হারুন, দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ওয়াহিদ মুরাদ, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, কার্যকরী সদস্য সালেহ আহম্মদ, বেলায়েত হোসেন, নেজাম উদ্দিন, রুমেল চাকমা। 

প্রধান বক্তা হিসেবে মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর নবী শিমু নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও ড্রাইভার'স টেকনিক্যাল কোম্পানি (ডিটিসি)'র পরিচালকগণ এসময় উপস্থিত ছিলেন।

 

প্যা.ভ/ত